উডের ডেসপ্যাচ সুপারিশ গুলি কী কী | Wood's recommendations?

বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দের ১৯ জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামা চার্লস উডের প্রতিবেদন বা ডেসপ্যাচ নামে খ্যাত।

চার্লস উডের সুপারিশ: ভারতের আধুনিকু শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য চার্লস উডের বিভিন্ন সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য ছিল – 

(১) নিম্নতম শ্রেণি থেকে উচ্চতর শ্রেণি পর্যন্ত যথাযথ সমন্বয়মূলক শিক্ষাব্যবস্থা প্রবর্তন।

(২) সরকারি শিক্ষাবিভাগ স্থাপন।

(৩) প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের উপযুক্ত ব্যবস্থা প্রবর্তন।

(৪) গণশিক্ষা, নারীশিক্ষা, মাতৃভাষার উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষণ ব্যবস্থার প্রবর্তন।

(৫) প্রত্যেক প্রেসিডেন্সি শহরে (অর্থাৎ-কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ শহরে) একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন।

(৬) সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রদান নীতির প্রবর্তন প্রভৃতি। 


প্রভাব: উডের রিপোর্টের ফলে সরকারি ও বেসরকারের উদ্যোগে বহু স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ভারতীয় শিক্ষার ইতিহাসে চার্লস উডের প্রতিবেদন ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা।


আরো পড়োঃ 

        মেকলে মিনিট কী?  - CLICK HERE 

        চুইয়ে পড়া নীতি কী?  - CLICK HERE 

        শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন?  - CLICK HERE

Theme images by chuwy. Powered by Blogger.