উডের ডেসপ্যাচ সুপারিশ গুলি কী কী | Wood's recommendations?
চার্লস উডের সুপারিশ: ভারতের আধুনিকু শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য চার্লস উডের বিভিন্ন সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য ছিল –
(১) নিম্নতম শ্রেণি থেকে উচ্চতর শ্রেণি পর্যন্ত যথাযথ সমন্বয়মূলক শিক্ষাব্যবস্থা প্রবর্তন।
(২) সরকারি শিক্ষাবিভাগ স্থাপন।
(৩) প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের উপযুক্ত ব্যবস্থা প্রবর্তন।
(৪) গণশিক্ষা, নারীশিক্ষা, মাতৃভাষার উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষণ ব্যবস্থার প্রবর্তন।
(৫) প্রত্যেক প্রেসিডেন্সি শহরে (অর্থাৎ-কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ শহরে) একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন।
(৬) সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রদান নীতির প্রবর্তন প্রভৃতি।
প্রভাব: উডের রিপোর্টের ফলে সরকারি ও বেসরকারের উদ্যোগে বহু স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ভারতীয় শিক্ষার ইতিহাসে চার্লস উডের প্রতিবেদন ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা।
আরো পড়োঃ
মেকলে মিনিট কী? - CLICK HERE
চুইয়ে পড়া নীতি কী? - CLICK HERE
শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? - CLICK HERE