মেকলে মিনিট কী | Macaulay Minute 1835

গভর্নর জেনারেল লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের আইনসচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন থমাস ব্যাবিংটন মেকলে। 

মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে ১৮৩৫ খ্রিস্টাব্দে (২ ফেব্রুয়ারি) বড়োলাট লর্ড বেন্টিঙ্কের কাছে একটি প্রস্তাব (Minutes) দেন যা, মেকলে মিনিট নামে পরিচিত।
মেকলের প্রস্তাব দ্বারা 'প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ'-এর অবসান ঘটে।

মেকলে মিনিটের বক্তব্য: মেকলে মিনিটের প্রধান প্রধান বক্তব্যগুলি হল-
১. পাশ্চাত্য শিক্ষা এ দেশের প্রাচ্যের তুলনায় উৎকৃষ্ট।
২. তিনি মনে করেন এদেশের সমাজ ও সভ্যতা কুসংস্কারাচ্ছন্ন ও দুর্নীতিগ্রস্ত, তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা চালু হওয়া উচিত।
৩. এদেশে উচ্চশ্রেণির লোকেরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হবে। পরে তারা তাদের নীচুতলায় তার বিস্তার ঘটাবে।

একেই শিক্ষার চুঁইয়ে পড়া নীতি (Downward Filtration Theory) বলা হয়।

Theme images by chuwy. Powered by Blogger.