চুইয়ে পড়া নীতি কী? Downward filtration theory 1835

থমাস ব্যাবিংটন মেকলে ছিলেন লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের আইনসচিব ও জনশিক্ষা কমিটির সভাপতি।
লর্ড মেকলে তাঁর এক প্রস্তাবে লর্ড বেন্টিঙ্ককে বলেন যে, জল যেভাবে ওপর থেকে নীচের দিকে ছড়িয়ে পড়ে, ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা ক্রমশ সাধারণ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে।
 
লর্ড মেকলের এই নীতি চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। পাশ্চাত্য শিক্ষাবিস্তারের এই তত্ত্বই ডাউনওয়ার্ড ফিলট্রেশন থিওরি নামে পরিচিত।
Theme images by chuwy. Powered by Blogger.