শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? Shrirampur Trio
উনিশ শতকের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁরা বাংলার শ্রীরামপুর মিশন থেকে শিক্ষাবিস্তারের কাজে ব্রতী হয়েছিলেন।
শ্রীরামপুর ত্রয়ী: উইলিয়ম কেরি, ফ্রাঁসোয়া মার্শম্যান ও উইলিয়ম ওয়ার্ড- এঁদের একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। এই তিনজন পাশ্চাত্য শিক্ষাবিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।
অবদান: এঁরা ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। এছাড়াও ছাপাখানা প্রতিষ্ঠা, দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ, ২৬টি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ এবং ১২৬টি বিদ্যালয় ও বিভিন্ন কলেজ প্রতিষ্ঠা করেন।
আরো পড়োঃ
মেকলে মিনিট কী? - CLICK HERE
চুইয়ে পড়া নীতি কী? - CLICK HERE
উডের ডেসপ্যাচ কী? - CLICK HERE