উডের ডেসপ্যাচকে ম্যাগনাকার্টা বলা হয় কেন? | Why wood's despatch is called magna carta?

বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দের ১৯ জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন, যা চার্লস উডের প্রতিবেদন নামে পরিচিত।

নির্দেশনামা:
⏩ একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন।
⏩ শিক্ষক শিখন ব্যবস্থা প্রচলন।
⏩ কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
⏩ স্ত্রী শিক্ষার প্রসার।
⏩ প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়া।
⏩ উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি।

উডের ডেসপ্যাচকে ম্যাগনাকার্টা বলার কারণ:
১. গুলোর উপর ভিত্তি করে ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচলন গড়ে উঠেছিল। 
২. বাংলা, বোম্বাই ও পাঞ্জাব প্রভৃতি প্রদেশে শিক্ষাদপ্তর প্রতিষ্ঠা হয়।
৩. কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়।
৪. এছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল ও কলেজ প্রতিষ্ঠা হয়।

উডের ডেসপ্যাচ -এর ওপর ভিত্তি করে ভারতে পাশ্চাত্য ধাঁচের শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে। এজন্য ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উডের ডেসপ্যাচকে ম্যাগনাকার্টা বলা হয়।

Theme images by chuwy. Powered by Blogger.