উডের ডেসপ্যাচ কী | Wood's despatch
উডের ডেসপ্যাচ : ভারতবর্ষের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা জারি করেন।
চার্লস উডের এই নির্দেশনামা উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ (Wood's Despatch) নামে পরিচিত।
উডের প্রতিবেদনের সুপারিশ গুলি হল –
১. প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে।
২. নারীর শিক্ষাকে প্রসারিত করতে হবে।
৩. শিক্ষক-শিক্ষণ ও ছাত্রদের মেধা অনুযায়ী বৃত্তিদানের ব্যবস্থা করতে হবে।
৪. শিক্ষার প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষাবিভাগ গঠন করা।
৫. কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
১. প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে।
২. নারীর শিক্ষাকে প্রসারিত করতে হবে।
৩. শিক্ষক-শিক্ষণ ও ছাত্রদের মেধা অনুযায়ী বৃত্তিদানের ব্যবস্থা করতে হবে।
৪. শিক্ষার প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষাবিভাগ গঠন করা।
৫. কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
আরো পড়োঃ
মেকলে মিনিট কী? - CLICK HERE
চুইয়ে পড়া নীতি কী? - CLICK HERE
শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? - CLICK HERE
মেকলে মিনিট কী? - CLICK HERE
চুইয়ে পড়া নীতি কী? - CLICK HERE
শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? - CLICK HERE