Indian Polity in Bengali | ভারতীয় রাজনীতি SAQ প্রশ্ন উত্তর

 Indian Polity in Bengali | ভারতীয় রাজনীতি SAQ প্রশ্ন উত্তর

Indian Polity in Bengali | ভারতীয় রাজনীতি SAQ প্রশ্ন উত্তর

Indian Polity in Bengali


1. ভারতের উপ রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
উত্তর: সংসদের রাজ্যসভা লোকসভা উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।
 
2. সুপ্রিম কোর্টের বিচারপতি কীভাবে নিযুক্ত হন?
উত্তর: রাষ্ট্রপতি প্রয়োজন অনুসারে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন। বাস্তবে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় আইনমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করে থাকেন।
 
3. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে কে তার দায়িত্ব পালন করেন?
উত্তর: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের মধ্যে থেকে একজনকে কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেন এবং তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।
 
4. হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন?
উত্তর: রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের পরামর্শ অনুসারে নিয়োগ করেন এবং অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে উক্ত দুই ব্যক্তি ছাড়াও হাইকোর্টের প্রধান বিচারপতি সঙ্গে পরামর্শ করতে পারেন।
 
5. রাজ্যের শাসন বিভাগ কীভাবে গঠিত হয়?
উত্তর: রাজ্যপাল রাজ্যের মন্ত্রীসভাকে নিয়ে রাজ্য শাসন বিভাগ গঠিত হয়।
 
6. রাজনৈতিক প্রশাসক কাকে বলে?
উত্তর: শাসন বিভাগের যে সমস্ত ব্যক্তি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাদের রাজনৈতিক প্রশাসক বলা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হলেন রাজনৈতিক প্রশাসক।
 
7. পঞ্চায়েত সমিতির দুটি প্রধান কাজ উল্লেখ করো?
উত্তর: পঞ্চায়েত সমিতির দুটি উল্লেখযোগ্য কাজ হল
1. প্রাথমিক বয়স্ক শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আর্থিক অনুদান দেওয়া।
 
2. কৃষিকাজের সুবিধার্থে জল সরবরাহ, জলসেচ প্রভৃতি সংস্কার করা।
 
8. আমলাতন্ত্র কাকে বলে?
উত্তর: রাষ্ট্রের প্রশাসনিক কাজে নিযুক্ত আমলাদের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থাকে আমলাতন্ত্র বলা হয়। আমলাতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল পদের স্থায়িত্ব।
 
9. পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস কী কী?
উত্তর: পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উল্লেখযোগ্য উৎস হল
1. পঞ্চায়েত সমিতি কর্তৃক আরোপিত বিভিন্ন খাজনা বা কর। যেমন পথকর, অভিকর প্রভৃতি।
 
2. জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত দান বা অনুদান।
 
10. জেলা সংসদের প্রধান কাজ কী?
উত্তর: উন্নয়নের পরিকল্পনা বাজেট, উন্নয়ন কর্মসূচি রূপায়ণ ইত্যাদি উন্নয়ন সংক্রান্ত যাবতীয় বিষয়ে জেলা পরিষদকে নির্দেশক পরামর্শ দেওয়া হল জেলা সংসদের প্রধান কাজ।
 
11. মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা কাকে বলে?
উত্তর: সংসদীয় শাসনব্যবস্থায় মন্ত্রিসভার কোন একজন মন্ত্রীর বিরুদ্ধে আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমগ্র মন্ত্রিসভার পদচ্যুতি ঘটে, একেই মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলে।
 
12. অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কাকে বলে?
উত্তর: সাময়িকভাবে আইনসভা আইন প্রণয়নের দায়িত্ব শাসনবিভাগকে অর্পণ করলে শাসনবিভাগ যে সমস্ত আইন প্রণয়ন করে, তখন তাকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে।
 
13. পৌরসভার আয়ের দুটি উৎস কী কী?
উত্তর: পৌরসভার আয়ের দুটি উৎস হল
1. শহরবাসীর জমি বাড়ির ওপর ধার্য খাজনা বা কর।
 
2. রাজ্য সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থ সাহায্য।
 
14. ভারতের সুপ্রিম কোর্টের লেখগুলি কী কী?
উত্তর: ভারতের সুপ্রিম কোর্টের লেখ গুলি হল - বন্দী প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা এবং উৎক্ষেপণ।
 
15. পৌরসভার দুটি প্রধান কাজ কী কী?
উত্তর: পৌরসভার দুটি প্রধান কাজ হল
1. পানীয় জল সরবরাহ করা আবর্জনা পরিষ্কার করা
 
2. রাস্তাঘাট মেরামতি আলোকিত করা।
 
আরও পড়ুন:
  1. ভারতের বিচার বিভাগ প্রশ্ন উত্তর - CLICK HERE
 
  2. ভারতের আইন বিভাগ প্রশ্ন উত্তর- CLICK HERE
 
  3. পঞ্চায়েতী রাজ প্রশ্ন উত্তর - CLICK HERE
 
16. প্রধান কে কিভাবে অপসারণ করা হয়?
উত্তর: গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ অনাস্থা প্রস্তাব গ্রহণ করে প্রধানকে অপসারণ করে থাকে।
 
17. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা কাকে বলে?
উত্তর: যে শাসনব্যবস্থায় সংবিধান কর্তৃক বন্টিত ক্ষমতার মাধ্যমে কেন্দ্র রাজ্য সরকার উভয়েই নিজে নিজে প্রশাসনিক এলাকায় স্বাধীনভাবে কাজ করতে সক্ষম, তাকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলে
 
18. প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে?
উত্তর: যখন কোন রাষ্ট্রের সরকার নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়, তখন সে সরকারকে প্রজাতান্ত্রিক সরকার বলা হয়।
 
19. বিচারবিভাগীয় স্বাতন্ত্র্য কাকে বলে?
উত্তর: শাসনবিভাগ আইনবিভাগ থেকে স্বতন্ত্রভাবে বিচারবিভাগ সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষভাবে তার কার্যাবলী সম্পূর্ণ করলে তাকে বিচারবিভাগীয় স্বাতন্ত্র্য বলে।
 
20. অর্ডিন্যান্স বা অধ্যাদেশ কী?
উত্তর: পার্লামেন্টের অধিবেশন না থাকলে, রাষ্ট্রপতি প্রয়োজনে নতুন আইন বা অধ্যাদেশ জারি করতে পারেন। তবে পার্লামেন্ট যদি অধিবেশন বসার 6 সপ্তাহের মধ্যে সেই অর্ডিন্যান্স অনুমোদন না করে, তবে 6 সপ্তাহের পরে তা বাতিল হয়ে যায়।
 
21. জাতীয় জরুরি অবস্থার মেয়াদ কত?
উত্তর: জাতীয় জরুরি অবস্থা ঘোষণার এক মাসের মধ্যে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অর্ধেক এবং উপস্থিত ভোটপ্রদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের অনুমোদন হতে হয়, না হলে ঘোষণাটি বাতিল হয়ে যায়। অনুমোদিত হওয়ার পর ঘোষণাটি 6 মাস পর্যন্ত বলবৎ থাকে।
 
22. প্রধানমন্ত্রীর কার্যালয় কী?
উত্তর: প্রধানমন্ত্রীর কাজকর্মে সহযোগিতার জন্য তাঁর অধীনে যে দপ্তর বা কার্যালয় থাকে, তাকে প্রধানমন্ত্রীর কার্যালয় বলা হয়।
 
23. রাজ্যপাল কাদের নিয়োগ করেন?
উত্তর: রাজ্যপাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সদস্যদের, জেলা জজ, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ভাইস-চ্যান্সেলর উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের নিযুক্ত করেন।
 
24. কেন্দ্রীয় মন্ত্রিসভায় কত ধরনের মন্ত্রী রয়েছেন?
উত্তর: কেন্দ্রীয় মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী উপমন্ত্রী এই তিন ধরনের মন্ত্রী রয়েছেন।
 
25. জাতীয় জরুরি অবস্থা কখন ঘোষণা করা হয়?
উত্তর: যদি যুদ্ধ, বহিরাক্রমণ অথবা অভ্যন্তরীণ বিশৃংখলার জন্য রাষ্ট্রপতি যদি মনে করেন দেশের সমগ্র বা কোন অংশে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বা হওয়ার উপক্রম আছে তখন রাষ্ট্রপতি মনে করলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।
 
26. রাষ্ট্রপতি শাসনের মেয়াদ কখন বৃদ্ধি পায়?
উত্তর: পার্লামেন্টের অনুমোদন লাভ করলে রাষ্ট্রপতি শাসন 1 বছর বৃদ্ধি হয় এবং নির্বাচন কমিশন সুপারিশ করলে রাষ্ট্রপতি শাসন 3 বছর বৃদ্ধি করা যায়।
 
27. ইমপিচমেন্ট পদ্ধতি কী?
উত্তর: সংবিধানের 61 নং ধারা অনুসারে, সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির অপসারণ পদ্ধতিকে ইমপিচমেন্ট পদ্ধতি বলা হয়।
 
28. জিরো আওয়ার কাকে বলে?
উত্তর: পার্লামেন্টের অধিবেশনে কাজের দুটি পর্ব রয়েছে। প্রথম পর্ব বেসরকারি কাজকর্ম প্রশ্নউত্তর দিয়ে শুরু হয়ে থাকে দ্বিতীয় পর্বে সরকারি কাজকর্ম চালু হয়। সংসদে বেসরকারি কাজকর্ম সরকারি কাজকর্ম পর্বের মধ্যবর্তী দুপুর 12 টা থেকে 1 টা পর্যন্ত সময়কে বলা হয় জিরো আওয়ার।
 
29. কেন্দ্রীয় তালিকার প্রধান বিষয় গুলি কি কি?
উত্তর: বর্তমানে কেন্দ্রীয় তালিকায় কয়টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পার্লামেন্ট এককভাবে এই 100 টি বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। কেন্দ্রীয় তালিকায় উল্লেখযোগ্য বিষয় গুলি হল প্রতিরক্ষা, আন্তর্জাতিক সন্ধি চুক্তি স্থাপন, যুদ্ধ ঘোষণা মুদ্রা প্রভৃতি।
 
30. রাজ্য তালিকার প্রধান বিষয় গুলি কি কি?
উত্তর: বর্তমানে 61 টি বিষয় রাজ্য আইনসভা এককভাবে আইন প্রণয়ন করতে পারে। রাজ্য তালিকার উল্লেখযোগ্য বিষয় গুলি হল আইন শৃঙ্খলা, জনসাস্থ, কৃষি এবং স্বায়ত্তশাসন প্রভৃতি।
31. যুগ্ম তালিকার প্রধান বিষয় গুলি কি কি?
উত্তর: যুগ্ম তালিকায় বর্তমানে 52 টি বিষয় রয়েছে। এই 52 টি বিষয়ে কেন্দ্র এবং রাজ্যগুলি পৃথক পৃথকভাবে আইন প্রণয়ন করতে পারে। যুগ্ম তালিকার উল্লেখযোগ্য বিষয় গুলি হল শিক্ষা, বিবাহ, সামাজিক বীমা প্রভৃতি।
 
32. কোন কোন ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা অপেক্ষা বেশি ক্ষমতা সম্পন্ন হয়?
উত্তর: যে সকল ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা অপেক্ষা অধিক ক্ষমতাশালী হয়েছে গুলি হল
1. মন্ত্রিসভা কেবলমাত্র লোকসভার কাছে দায়িত্বশীল।
 
2. অর্থবিলের ব্যাপারে লোকসভার কাছে যাবতীয় ক্ষমতা রয়েছে।
 
3. সরকারের মজুরির দাবি কেবলমাত্র লোকসভায় আলোচনা হয়।
 
4. জরুরি অবস্থা সংক্রান্ত আলোচনার ক্ষমতা কেবল লোকসভার রয়েছে।
 
33. সুপ্রিম কোর্টের বিচারপতির পদ কখন শূন্য হয়?
উত্তর: সুপ্রিম কোর্টের বিচারপতি স্বেচ্ছায় পদত্যাগ করলে অথবা তার মৃত্যু হলে বা কোন কারণে তাকে পদচ্যুত করা হলে সুপ্রিম কোর্টের বিচারপতির পদ শূন্য হয়।
 
34. বিচারবিভাগীয় নিরীক্ষণ কাকে বলে?
উত্তর: পার্লামেন্ট কর্তৃক পাস হওয়া কোন আইন সংবিধানের পরিপ্রেক্ষিতে ন্যায়সংগত কি না, তা বিচার করাকে বিচারবিভাগীয় নিরীক্ষণ বলে।
 
35. NDA- এর পুরোকথাটি কী?
উত্তর: NDA এর পুরোকথাটি হল National Democratic Alliance.
 
36. UPA- এর পুরোকথাটি কী?
উত্তর: UPA এর পুরোকথাটি হল United Progressive Alliance.
 
37. হাইকোর্টের বিচারপতিদের বদলি কীভাবে হয়?
উত্তর: রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে হাইকোর্টের বিচারপতিকে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করতে পারেন।
 
38. ওয়ার্ড কমিটি কীভাবে গঠিত হয়?
উত্তর: 3 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট পৌরসভার এক বা একাধিক ওয়ার্ড নিয়ে পৌরসভা সর্বাধিক 17 জন সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করে থাকে।
 
39. লোক আদালত কী?
উত্তর: সমাজের সাধারণ মানুষের কাছে স্বল্প ব্যয়ে স্বল্প সময়ে বিচারব্যবস্থাকে পৌঁছে দেওয়ার এক প্রগতিশীল পদক্ষেপ হল লোক আদালত।
 
40. লাল ফিতার বাঁধন কাকে বলে?
উত্তর: প্রশাসন তথা সরকারি কোন কাজ সম্পন্ন হতে বিভিন্ন কারণে যে দীর্ঘ সময় ব্যয়িত হয় তাকে লাল ফিতার বাধন বলা হয়।

Theme images by chuwy. Powered by Blogger.