পঞ্চায়েতী রাজ প্রশ্ন উত্তর | Panchayati Raj SAQ

পঞ্চায়েতী রাজ প্রশ্ন উত্তর | Panchayati Raj SAQ

পঞ্চায়েতী রাজ প্রশ্ন উত্তর

 স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা:

 1. স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কি?

উত্তর: স্থানীয় জনসাধারণ দ্বারা যখন জেলা, গ্রাম শহর প্রভৃতির মতো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তখন সে শাসনব্যবস্থাকে স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা বলা হয়।
 

2. ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কাকে বলা হয়?

উত্তর: লর্ড রিপনকে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বলা হয়।
 

3. পঞ্চায়েত ব্যবস্থার জন্য প্রথম কোন কমিটি গঠন করা হয়?

উত্তর: পঞ্চায়েত ব্যবস্থার জন্য প্রথম বলবন্তরাই মেহতা কমিটি গঠন করা হয়।
 

4. বলবন্তরাই মেহতা কমিটি কবে গঠন করা হয়?

উত্তর: বলবন্তরাই মেহতা কমিটি 1956 সালে গঠন করা হয়।
 

5. বলবন্তরাই মেহতা কমিটি কবে মূল্যবান সুপারিশ প্রদান করেন?

উত্তর: বলবন্তরাই মেহতা কমিটি 1957 সালে মূল্যবান সুপারিশ প্রদান করেন।
 

6. বলবন্তরাই মেহতা কমিটির প্রধান সুপারিশ কী ছিল?

উত্তর: বলবন্তরাই মেহতা কমিটির প্রধান সুপারিশ ছিল ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ
 

7. কোন রাজ্যে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা গড়ে ওঠে?

উত্তর: রাজস্থানে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা গড়ে ওঠে (1959)
 

8. জনতা সরকার কত সালে অশোক মেহতা কমিটি তৈরি করে?

উত্তর: জনতা সরকার 1977 সালে অশোক মেহতা কমিটি তৈরি করে।
 

9. অশোক মেহেতা কমিটির উল্লেখযোগ্য সুপারিশ কী ছিল?

উত্তর: অশোক মেহেতা কমিটির উল্লেখযোগ্য সুপারিশ ছিল রাজনৈতিক দল ভিত্তিক নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েতী রাজ ব্যবস্থাকে শক্তিশালী করা
 

10. কোন সংবিধান সংশোধনে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়?

উত্তর: 1992 সালে 73 তম সংবিধান সংশোধনে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়।
 

11. 73 তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত হবে?

উত্তর: 73 তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতের সাধারণ মেয়াদ হবে 5 বছর।
 

12. 73 তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতে মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকবে?

উত্তর: 73 তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ (1/3) আসন সংরক্ষিত থাকবে
 

13. পঞ্চায়েত ভোট কে পরিচালনা করে?

উত্তর: রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট পরিচালনা করে
 

14. রাজ্য নির্বাচন কমিশনার কে নিযুক্ত করেন?

উত্তর: রাজ্যপাল কর্তৃক রাজ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন।
 

15. এখনো কোন কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠিত হয়নি?

উত্তর: মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম লাক্ষাদ্বীপে এখনো পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠিত হয়নি।
 

16. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে?

উত্তর: ভারতীয় সংবিধানের 40 নং ধারায় পঞ্চায়েত ব্যবস্থা উল্লেখ আছে।
 

17. পঞ্চায়েতী রাজ ব্যবস্থার ভিত্তি স্তর কোনটি?

উত্তর: গ্রাম সভাকে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার ভিত্তি হিসেবে বর্ণনা করা হয়েছে
 

18. পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কবে প্রবর্তিত হয়?

উত্তর: পশ্চিমবঙ্গে 1973 সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়।
 

19. পশ্চিমবঙ্গে কবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচন হয়?

উত্তর: পশ্চিমবঙ্গে  1978 সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচন হয়।
 

20. ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার স্তর গুলি কি কি?

উত্তর: ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার স্তর গুলি হল
I. গ্রাম পঞ্চায়েত
II. পঞ্চায়েত সমিতি
III. জেলা পরিষদ
 
     আরও পড়ুন:
  1. ভারতের রাষ্ট্রপতি প্রশ্ন উত্তর - Click Here
 
  2. ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর - Click Here
 
  3. ভারতের আইন বিভাগ প্রশ্ন উত্তর- Click Here
 
  4. ভারতের বিচার বিভাগ প্রশ্ন উত্তর - Click Here

A. গ্রাম পঞ্চায়েত:

 1. পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি?

উত্তর: পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল গ্রাম পঞ্চায়েত
 

2. গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত?

উত্তর: গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর
 

3. গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত হয়?

উত্তর: গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সংখ্যা কমপক্ষে 5 এবং সর্বাধিক 30 হতে পারে।
 

4. গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কিভাবে নির্বাচিত হয়?

উত্তর: গ্রাম পরিদর্শন ছাড়া জনসাধারণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়।
 

5. পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত রয়েছে?

উত্তর: পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 50 শতাংশ আসন সংরক্ষিত রয়েছে।
 

6. গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?

উত্তর: গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের সদস্য হওয়ার নূন্যতম বয়স 21 বছর।
 

7. গ্রাম পঞ্চায়েতে কে হলেন সর্বোচ্চ পদাধিকারী?

উত্তর: গ্রাম পঞ্চায়েতে প্রধান হলেন সর্বোচ্চ পদাধিকারী।
 

8. গ্রাম পঞ্চায়েতের প্রধান কিভাবে নির্বাচিত হয়?

উত্তর: গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গণ প্রথম সভায় নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং একজনকে উপপ্রধান নির্বাচিত করেন।
 

9. গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন?

উত্তর: বি.ডি. গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন।
 

10. গ্রাম পঞ্চায়েতকে কোথায় তাদের কাজের জবাবদিহি করতে হয়?

উত্তর: গ্রাম পঞ্চায়েতকে গ্রামসভার কাছে তাদের কাজের জবাবদিহি করতে হয়।
 

11. গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র কার কাছে দেন?

উত্তর: গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র বিডিওর কাছে দেন
 

12. গ্রাম পঞ্চায়েতের বাজেট কে অনুমোদন করে?

উত্তর: পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের বাজেট অনুমোদন করে।
 

13. গ্রাম সংসদের সভা কে আহবান করেন?

উত্তর: গ্রাম সংসদের সভা পঞ্চায়েত প্রধান আহ্বান করেন।
 

14. গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়?

উত্তর: প্রতিটি বুধ ভিত্তিক ভোটারদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়।
 

15. গ্রাম সংসদের সভা বছরে কয়বার অনুষ্ঠিত হয়?

উত্তর: গ্রাম সংসদের সভা বছরে 2 বার অনুষ্ঠিত হয়।
 

16. গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন কোন মাসে হয়?

উত্তর: গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন মে মাসে হয়।
 

17. গ্রাম সংসদের ষান্মাসিক সভা কোন মাসে হয়?

উত্তর: গ্রাম সংসদের ষান্মাসিক সভা নভেম্বর মাসে হয়।
 

18. গ্রাম সংসদের সভায় কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?

উত্তর: গ্রাম সংসদের সভায় কোরাম হয়  অত্যন্ত 1/10 সদস্যের উপস্থিতিতে।
 

19. গ্রামসভা কিভাবে গঠিত হয়?

উত্তর: প্রতিটি পঞ্চায়েতের সমস্ত ভোটারদের নিয়ে গ্রামসভা গঠিত হয়।
 

20. গ্রামসভার বার্ষিক সভায় কোরামের জন্য প্রয়োজন কত সদস্যের উপস্থিতি?

উত্তর: গ্রামসভার বার্ষিক সভায় কোরামের জন্য 1/20 অংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন।
 

21. গ্রামসভার অধিবেশন বছরে কয়বার অনুষ্ঠিত হয়?

উত্তর: গ্রামসভার অধিবেশন বছরে 1 বার অনুষ্ঠিত হয়।
 

22. গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?

উত্তর: গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন পঞ্চায়েত প্রধান
 

23. প্রধানের অনুপুস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?

উত্তর: প্রধানের অনুপস্থিতিতে উপ-প্রধান গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন।
 

24. গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা কোনটি?

উত্তর: গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা হল ্যায় পঞ্চায়েত
 

25. ন্যায় পঞ্চায়েতে কখন কোরাম হয়?

উত্তর: ন্যায় পঞ্চায়েতের 3 জন বিচারপতির উপস্থিতিতে কোরাম হয়।
 

B. পঞ্চায়েত সমিতি:

 1. ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর কোনটি?

উত্তর: ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হল পঞ্চায়েত সমিতি
 

2. পঞ্চায়েত সমিতির কে হলেন প্রশাসনিক প্রধান?

উত্তর: পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন BDO (বি.ডি.)
 

3. পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ কত?

উত্তর: পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর
 

4. পঞ্চায়েত সমিতির কে হলেন প্রধান কর্মকর্তা?

উত্তর: পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন সভাপতি
 

5. কত দিন অন্তর পঞ্চায়েত সমিতির সভা আহ্বান করা হয়?

উত্তর: 3 মাস অন্তর পঞ্চায়েত সমিতির সভা আহ্বান করা হয়।
 

6. ব্লক সংসদ কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর: পঞ্চায়েত সমিতির সকল সদস্য এবং সংশ্লিষ্ট ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতের সদস্যকে নিয়ে ব্লক সংসদ গঠিত হয়।

   আরও দেখুন:
Competitive Exam Mock Test
Number of questions (MCQ)- 10       Language – Bengali
 
 1.  For Gk Mock Test - Click Here
 
 2.   For History Mock Test - Click Here
 
 3.   For Geography Mock Test- Click Here
 
 4.   For Polity Mock Test - Click Here
 

C. জেলা পরিষদ:

 1. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি?

উত্তর: পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ।
 

2. পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন?

উত্তর: পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে 3 জন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন।
 

3. জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত?

উত্তর: জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর।
 

4. জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে?

উত্তর: জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন DM (ডি.এম)
 

5. জেলা পরিষদের কে হলেন প্রধান কর্মকর্তা?

উত্তর: জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন সভাধিপতি।
 

6. জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করেন?

উত্তর: জেলা পরিষদের বাজেট রাজ্য সরকার অনুমোদন করে।
 

7. জেলা প্রশাসনের প্রথম স্তম্ভ কাকে বলা হয়?

উত্তর: জেলা প্রশাসনের প্রথম স্তম্ভ হলেন জেলাশাসক বা DM (ডি.এম)
 

8. জেলাশাসককে কে নিযুক্ত করেন?

উত্তর: জেলাশাসককে রাজ্য সরকার নিযুক্ত করেন।
 

9. পাসপোর্ট ভিসা কে মঞ্জুর করেন?

উত্তর: পাসপোর্ট ভিসা মঞ্জুর করেন DM (ডি.এম)
 

10. কাকে খুদে জেলাশাসক বলা হয়?

উত্তর: SDO কে খুদে জেলাশাসক বলা হয়।
 

D. পৌরসভা:

 1. পশ্চিমবঙ্গে পৌর বিল কবে পাস হয়?

উত্তর: 1993 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে পৌর বিল পাস হয়।
 

2. পৌরসভার নির্বাচিত সদস্যদের কী বলা হয়?

উত্তর: পৌরসভার নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলা হয়।
 

3. পৌরসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?

উত্তর: পৌরসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স 21 বছর।
 

4. পৌরসভার নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ কত?

উত্তর: পৌরসভার নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর।
 

5. মেয়াদ শেষ হবার পূর্বে কে পৌরসভা ভেঙে দিতে পারেন?

উত্তর: মেয়াদ শেষ হবার পূর্বে রাজ্য সরকার পৌরসভা ভেঙে দিতে পারেন।
 

6. পৌরসভার প্রধানকে কী বলা হয়?

উত্তর: পৌরসভার প্রধানকে চেয়ারম্যান বলা হয়।
 

7. বড় শহরের পৌর প্রতিষ্ঠানের কী বলা হয়?

উত্তর: বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে কর্পোরেশন বলা হয়।
 

8. কলকাতা কর্পোরেশন কবে গঠিত হয়?

উত্তর: কলকাতা কর্পোরেশন 1727 খ্রিস্টাব্দে গঠিত হয়।
 

9. কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আইন কবে পাস হয়?

উত্তর: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আইন 1951 খ্রিস্টাব্দে পাশ হয়।
 

10. কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কে হলেন প্রধান কর্মকর্তা?

উত্তর: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের প্রধান কর্মকর্তা হলেন মেয়র
 

11. কর্পোরেশনের প্রশাসনিক প্রধান কে?

উত্তর: কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন কমিশনার
 

Theme images by chuwy. Powered by Blogger.