পঞ্চায়েতী রাজ প্রশ্ন উত্তর | Panchayati Raj SAQ
![]() |
পঞ্চায়েতী রাজ প্রশ্ন উত্তর |
স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা:
1. স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কি?
উত্তর: স্থানীয় জনসাধারণ দ্বারা যখন জেলা, গ্রাম ও শহর প্রভৃতির মতো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তখন সে শাসনব্যবস্থাকে স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা বলা হয়।2. ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কাকে বলা হয়?
উত্তর: লর্ড রিপনকে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক বলা হয়।3. পঞ্চায়েত ব্যবস্থার জন্য প্রথম কোন কমিটি গঠন করা হয়?
উত্তর: পঞ্চায়েত ব্যবস্থার জন্য প্রথম বলবন্তরাই মেহতা কমিটি গঠন করা হয়।4. বলবন্তরাই মেহতা কমিটি কবে গঠন করা হয়?
উত্তর: বলবন্তরাই মেহতা কমিটি 1956 সালে গঠন করা হয়।5. বলবন্তরাই মেহতা কমিটি কবে মূল্যবান সুপারিশ প্রদান করেন?
উত্তর: বলবন্তরাই মেহতা কমিটি 1957 সালে মূল্যবান সুপারিশ প্রদান করেন।6. বলবন্তরাই মেহতা কমিটির প্রধান সুপারিশ কী ছিল?
উত্তর: বলবন্তরাই মেহতা কমিটির প্রধান সুপারিশ ছিল ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ।7. কোন রাজ্যে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা গড়ে ওঠে?
উত্তর: রাজস্থানে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা গড়ে ওঠে (1959)।8.
জনতা সরকার কত সালে অশোক মেহতা কমিটি তৈরি করে?
উত্তর: জনতা সরকার 1977 সালে অশোক মেহতা কমিটি তৈরি করে।9.
অশোক মেহেতা কমিটির উল্লেখযোগ্য সুপারিশ কী ছিল?
উত্তর: অশোক মেহেতা কমিটির উল্লেখযোগ্য সুপারিশ ছিল রাজনৈতিক দল ভিত্তিক নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েতী রাজ ব্যবস্থাকে শক্তিশালী করা।10.
কোন সংবিধান সংশোধনে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়?
উত্তর: 1992 সালে 73 তম সংবিধান সংশোধনে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়।11. 73 তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত হবে?
উত্তর: 73 তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতের সাধারণ মেয়াদ হবে 5 বছর।12. 73 তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতে মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকবে?
উত্তর: 73 তম সংবিধান সংশোধনী অনুসারে পঞ্চায়েতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ (1/3) আসন সংরক্ষিত থাকবে।13.
পঞ্চায়েত ভোট কে পরিচালনা করে?
উত্তর: রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট পরিচালনা করে14.
রাজ্য নির্বাচন কমিশনার কে নিযুক্ত করেন?
উত্তর: রাজ্যপাল কর্তৃক রাজ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন।15.
এখনো কোন কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠিত হয়নি?
উত্তর: মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও লাক্ষাদ্বীপে এখনো পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠিত হয়নি।16.
ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে?
উত্তর: ভারতীয় সংবিধানের 40 নং ধারায় পঞ্চায়েত ব্যবস্থা উল্লেখ আছে।17.
পঞ্চায়েতী রাজ ব্যবস্থার ভিত্তি স্তর কোনটি?
উত্তর: গ্রাম সভাকে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার ভিত্তি হিসেবে বর্ণনা করা হয়েছে18.
পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কবে প্রবর্তিত হয়?
উত্তর: পশ্চিমবঙ্গে 1973 সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়।19.
পশ্চিমবঙ্গে কবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচন হয়?
উত্তর: পশ্চিমবঙ্গে 1978 সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচন হয়।20.
ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার স্তর গুলি কি কি?
উত্তর: ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার স্তর গুলি হলI. গ্রাম পঞ্চায়েত
II. পঞ্চায়েত সমিতি
III. জেলা পরিষদ
আরও পড়ুন:
A. গ্রাম পঞ্চায়েত:
1.
পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি?
উত্তর: পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল গ্রাম পঞ্চায়েত।2.
গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
উত্তর: গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর।3.
গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত হয়?
উত্তর: গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সংখ্যা কমপক্ষে 5 এবং সর্বাধিক 30 হতে পারে।4.
গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কিভাবে নির্বাচিত হয়?
উত্তর: গ্রাম পরিদর্শন ছাড়া জনসাধারণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়।5.
পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত রয়েছে?
উত্তর: পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 50 শতাংশ আসন সংরক্ষিত রয়েছে।6.
গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের সদস্য হওয়ার নূন্যতম বয়স 21 বছর।7.
গ্রাম পঞ্চায়েতে কে হলেন সর্বোচ্চ পদাধিকারী?
উত্তর: গ্রাম পঞ্চায়েতে প্রধান হলেন সর্বোচ্চ পদাধিকারী।8.
গ্রাম পঞ্চায়েতের প্রধান কিভাবে নির্বাচিত হয়?
উত্তর: গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গণ প্রথম সভায় নিজেদের মধ্যে থেকে একজনকে প্রধান এবং একজনকে উপপ্রধান নির্বাচিত করেন।9.
গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন?
উত্তর: বি.ডি.ও গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন।10.
গ্রাম পঞ্চায়েতকে কোথায় তাদের কাজের জবাবদিহি করতে হয়?
উত্তর: গ্রাম পঞ্চায়েতকে গ্রামসভার কাছে তাদের কাজের জবাবদিহি করতে হয়।11.
গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র কার কাছে দেন?
উত্তর: গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র বিডিওর কাছে দেন।12.
গ্রাম পঞ্চায়েতের বাজেট কে অনুমোদন করে?
উত্তর: পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের বাজেট অনুমোদন করে।13.
গ্রাম সংসদের সভা কে আহবান করেন?
উত্তর: গ্রাম সংসদের সভা পঞ্চায়েত প্রধান আহ্বান করেন।14.
গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়?
উত্তর: প্রতিটি বুধ ভিত্তিক ভোটারদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়।15.
গ্রাম সংসদের সভা বছরে কয়বার অনুষ্ঠিত হয়?
উত্তর: গ্রাম সংসদের সভা বছরে 2 বার অনুষ্ঠিত হয়।16.
গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন কোন মাসে হয়?
উত্তর: গ্রাম সংসদের বার্ষিক অধিবেশন মে মাসে হয়।17.
গ্রাম সংসদের ষান্মাসিক সভা কোন মাসে হয়?
উত্তর: গ্রাম সংসদের ষান্মাসিক সভা নভেম্বর মাসে হয়।18.
গ্রাম সংসদের সভায় কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
উত্তর: গ্রাম সংসদের সভায় কোরাম হয় অত্যন্ত 1/10 সদস্যের উপস্থিতিতে।19.
গ্রামসভা কিভাবে গঠিত হয়?
উত্তর: প্রতিটি পঞ্চায়েতের সমস্ত ভোটারদের নিয়ে গ্রামসভা গঠিত হয়।20.
গ্রামসভার বার্ষিক সভায় কোরামের জন্য প্রয়োজন কত সদস্যের উপস্থিতি?
উত্তর: গ্রামসভার বার্ষিক সভায় কোরামের জন্য 1/20 অংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন।21.
গ্রামসভার অধিবেশন বছরে কয়বার অনুষ্ঠিত হয়?
উত্তর: গ্রামসভার অধিবেশন বছরে 1 বার অনুষ্ঠিত হয়।22.
গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর: গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন পঞ্চায়েত প্রধান।23.
প্রধানের অনুপুস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর: প্রধানের অনুপস্থিতিতে উপ-প্রধান গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন।24.
গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা কোনটি?
উত্তর: গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগীয় সংস্থা হল ন্যায় পঞ্চায়েত।25.
ন্যায় পঞ্চায়েতে কখন কোরাম হয়?
উত্তর: ন্যায় পঞ্চায়েতের 3 জন বিচারপতির উপস্থিতিতে কোরাম হয়।B. পঞ্চায়েত সমিতি:
1.
ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর কোনটি?
উত্তর: ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হল পঞ্চায়েত সমিতি।2.
পঞ্চায়েত সমিতির কে হলেন প্রশাসনিক প্রধান?
উত্তর: পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন BDO (বি.ডি.ও)।3.
পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
উত্তর: পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর।4.
পঞ্চায়েত সমিতির কে হলেন প্রধান কর্মকর্তা?
উত্তর: পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন সভাপতি।5.
কত দিন অন্তর পঞ্চায়েত সমিতির সভা আহ্বান করা হয়?
উত্তর: 3 মাস অন্তর পঞ্চায়েত সমিতির সভা আহ্বান করা হয়।6.
ব্লক সংসদ কাদের নিয়ে গঠিত হয়?
উত্তর: পঞ্চায়েত সমিতির সকল সদস্য এবং সংশ্লিষ্ট ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতের সদস্যকে নিয়ে ব্লক সংসদ গঠিত হয়। আরও দেখুন:
Competitive Exam Mock Test
Number of questions (MCQ)- 10 Language – Bengali