ভারতের আইন বিভাগ প্রশ্ন উত্তর (Legislature India SAQ)
ভারতের আইন বিভাগ
ভারতের আইন বিভাগ |
কেন্দ্রীয় আইনসভা
1. ভারতের কেন্দ্রীয় আইনসভা সংবিধানের কত নং ধারা অনুসারে গঠিত হয়েছে?উত্তর: ভারতের কেন্দ্রীয় আইনসভা সংবিধানের 79 নং ধারা অনুসারে গঠিত হয়েছে।
2. ভারতের কেন্দ্রীয় আইনসভাকে কি বলা হয়?
উত্তর: ভারতের কেন্দ্রীয় আইনসভাকে পার্লামেন্ট বলা হয়।
3. পার্লামেন্টের উপাদান গুলি কি কি?
উত্তর: রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভাকে নিয়ে ভারতীয় পার্লামেন্ট গঠিত হয়েছে।
4. ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষ?
উত্তর: ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষ রয়েছে, রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্ন কক্ষ)।
5. ভারতীয় পার্লামেন্টের স্থায়ী কক্ষ কোনটি?
উত্তর: রাজ্যসভা হল ভারতীয় পার্লামেন্টের স্থায়ী কক্ষ (83 নং ধারা)।
6. রাজ্যসভার সদস্যদের কার্যকালের সময়সীমা কত?
উত্তর: রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর ধার্য করা হয়েছে।
7. রাজ্যসভার সদস্যরা কিভাবে অবসর গ্রহণ করেন?
উত্তর: প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার সংসদ 1/3 অংশ সদস্য অবসর গ্রহণ করেন ও নতুন সদস্য নির্বাচিত হন।
8. রাজ্যসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: রাজ্যসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স 30 বছর।
9. রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত?
উত্তর: রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল 250 জন (অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 238 জন এবং 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত)।
10. বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত?
উত্তর: 1992 সালে সংবিধান সংশোধনী আইন অনুসারে 2026 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য সংখ্যা 245 জন ( নির্বাচিত 233 জন এবং 12 জন মনোনীত)।
11. রাজ্যসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হন?
উত্তর: রাজ্যসভায় অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
12. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করেন?
উত্তর: রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করেন।
13. রাজ্যসভায় কোন রাজ্যের প্রতিনিধির সংখ্যা সর্বাধিক?
উত্তর: রাজ্যসভায় উত্তরপ্রদেশের (31) সর্বাধিক সদস্য রয়েছেন।
14. রাজ্যসভায় পশ্চিমবঙ্গের কতজন প্রতিনিধি রয়েছেন?
উত্তর: রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 16 জন প্রতিনিধি রয়েছেন।
15. রাজ্যসভায়কে সভাপতিত্ব করেন?
উত্তর: উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।
16. উপরাষ্ট্রপতি রাজ্যসভায় কখন ভোট প্রদান করেন?
উত্তর: উপরাষ্ট্রপতির রাজ্যসভায় শুধুমাত্র নির্ণয়ক ভোট প্রদান করেন।
17. রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন?
উত্তর: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার সদস্যদের দ্বারা তাদের মধ্য থেকে নির্বাচিত হন।
18. ভারতীয় পার্লামেন্টের অস্থায়ী কক্ষ কোনটি?
উত্তর: লোকসভা হল ভারতীয় পার্লামেন্টের অস্থায়ী কক্ষ।
19. লোকসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ কত?
উত্তর: লোকসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ 5 বছর।
20. লোকসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: লোকসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স 25 বছর।
21. লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত?
উত্তর: লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 550 জন (অঙ্গরাজ্যের 530 জন ও কেন্দ্রশাসিত অঞ্চলের 20 জন)।
22. কবে লোকসভা সর্বাধিক সদস্য সংখ্যা 552 থেকে 550 হয়?
উত্তর: 2020 সালের 25 জানুয়ারি 104 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাংলো-ইন্ডিয়ান প্রতিনিধির সংরক্ষণ বিলুপ্ত করে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 552 থেকে 550 করা হয়।
23. বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কয়টি?
উত্তর: বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা হল 543 জন (অঙ্গরাজ্যের 524 জন ও কেন্দ্রশাসিত অঞ্চলের 19 জন)।
24. লোকসভায় কোন রাজ্যের প্রতিনিধির সংখ্যা সর্বাধিক?
উত্তর: লোকসভায় উত্তরপ্রদেশের (80) সর্বাধিক সদস্য রয়েছেন।
25. লোকসভায় পশ্চিমবঙ্গের কয়জন প্রতিনিধি রয়েছে?
উত্তর: লোকসভায় পশ্চিমবঙ্গের 42 জন সদস্য রয়েছে।
26. লোকসভার সদস্যদের শপথ বাক্য কে পাঠ করান?
উত্তর: লোকসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
27. লোকসভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর: লোকসভায় অধ্যক্ষ (স্পিকার) সভাপতিত্ব করেন।
28. লোকসভার অধ্যক্ষ কিভাবে নির্বাচিত হয়?
উত্তর: লোকসভার সদস্যগণ দ্বারা তাদের মধ্যে থেকে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন।
29. অধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভা অধিবেশন কে পরিচালনা করেন?
উত্তর: অধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভা অধিবেশন ডেপুটি স্পিকার পরিচালনা করেন।
30. পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উত্তর: পার্লামেন্টের যৌথ অধিবেশনে লোকসভার অধ্যক্ষ সভাপতিত্ব করেন।
31. লোকসভায় নির্ণয়ক ভোট কে প্রদান করেন?
উত্তর: লোকসভায় নির্ণয়ক ভোট অধ্যক্ষ প্রদান করেন।
32. সংসদীয় কমিটির চেয়ারম্যানদের কে নিযুক্ত করেন?
উত্তর: সংসদীয় কমিটির চেয়ারম্যানদের লোকসভার অধ্যক্ষ নিযুক্ত করেন।
33. কিভাবে বিরোধী দলের নেতা নির্বাচিত হন?
উত্তর: নির্বাচনে 1/10 অংশ আসন পেলে সেই দলকে বিরোধী দল এবং সেই দলের নেতাকে বিরোধী দলনেতা হিসেবে ধরা হয়।
34. লোকসভায় প্রতিবছর কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়?
উত্তর: লোকসভায় প্রতিবছর 3 টি অধিবেশন অনুষ্ঠিত হয়।
A. বাজেট অধিবেশন (ফেব্রুয়ারি-মে, দীর্ঘতম)।
B. বাদল অধিবেশন (জুলাই-সেপ্টেম্বর)।
C. শীতকালীন অধিবেশন (নভেম্বর-ডিসেম্বর, ক্ষুদ্রতম)।
35. লোকসভার দীর্ঘতম অধিবেশন কোনটি?
উত্তর: বাজেট অধিবেশন হল লোকসভার দীর্ঘতম অধিবেশন।
36. কত সময়ের ব্যবধানে লোকসভার অধিবেশন অনুষ্ঠিত হয়?
উত্তর: লোকসভার 2 টি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি বিরতি রাখা যায় না।
37. লোকসভা অধিবেশনের কার্যাবলীর সময় কত?
উত্তর: লোকসভা অধিবেশনের কার্যাবলীর সময় সকাল 11 টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2 টো থেকে বিকেল 6 টা পর্যন্ত।
38. বিল কখন আইনে পরিণত হয়?
উত্তর: বিল দুই কক্ষ কর্তৃক পাশ হওয়ার পর, রাষ্ট্রপতি সম্মতিতে আইনে পরিণত হয়।
39. রাষ্ট্রপতি কোন বিলে স্বাক্ষর দিতে বাধ্য থাকেন?
উত্তর: রাষ্ট্রপতি অর্থবিল বিলে স্বাক্ষর দিতে বাধ্য থাকেন।
40. কোন বিল অর্থবিল কিনা এ বিষয়ে কার সিদ্ধান্ত চূড়ান্ত?
উত্তর: কোন বিল অর্থবিল কিনা এ বিষয়ে লোকসভার অধ্যক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হয় (199 নং ধারা)।
41. অর্থবিল প্রথম পার্লামেন্টের কোন কক্ষের উপস্থাপিত হয়?
উত্তর: অর্থবিল প্রথম পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় উপস্থাপিত হয়।
42. রাজ্যসভা অর্থবিলকে কতদিন আটকে রাখতে পারেন?
উত্তর: রাজ্যসভা অর্থবিলকে 14 দিন আটকে রাখতে পারেন।
43. কোন বিল উপস্থাপন রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন প্রয়োজন?
উত্তর: অর্থবিল উপস্থাপনে রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন প্রয়োজন।
44. কে যৌথ অধিবেশনের আহ্বান করেন?
উত্তর: রাষ্ট্রপতি যৌথ অধিবেশনের আহ্বান করেন।
45. রাষ্ট্রপতি নির্বাচন ও ইমপিচমেন্ট ক্ষমতা পার্লামেন্টের কোন কক্ষে রয়েছে?
উত্তর: রাষ্ট্রপতি নির্বাচন ও ইমপিচমেন্ট ক্ষমতা পার্লামেন্টের উভয় কক্ষে রয়েছে।
46. পার্লামেন্টের বৈধ অধিবেশনে কতজন সদস্য উপস্থিত আবশ্যক?
উত্তর: পার্লামেন্টের বৈধ অধিবেশনে কোরাম অর্থাৎ 10% সদস্য উপস্থিতি আবশ্যক (লোকসভায় 55 ও রাজ্যসভায় 25 সদস্য)।
47. কেন্দ্রীয় মন্ত্রিসভা কোথায় দায়বদ্ধ থাকেন?
উত্তর: কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভায় দায়বদ্ধ থাকে।
48. লোকসভার নেতা বা নেত্রী কে?
উত্তর: প্রধানমন্ত্রী হলেন লোকসভার নেতা বা নেত্রী।
রাজ্য আইনসভা
1. সংবিধানের কত নম্বর ধারায় রাজ্য আইনসভা সম্পর্কে বলা হয়েছে?উত্তর: সংবিধানের 168 - 212 নং ধারায় রাজ্য আইনসভা সম্পর্কে বলা হয়েছে।
2. রাজ্য আইনসভার কয়টি কক্ষ?
উত্তর: রাজ্য আইনসভার 2 টি কক্ষ বিধান পরিষদ (উচ্চকক্ষ) ও বিধানসভা (নিম্ন কক্ষ)।
3. ভারতের কোন কোন রাজ্যে বিধান পরিষদ রয়েছে?
উত্তর: ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার ও উত্তরপ্রদেশ প্রভৃতি 6 টি রাজ্যের বিধান পরিষদ রয়েছে।
4. বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
উত্তর: বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর।
5. বিধান পরিষদের সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: বিধান পরিষদের সদস্য হওয়ার নূন্যতম বয়স 30 বছর।
6. পশ্চিমবঙ্গের আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ কবে বিলুপ্ত হয়?
উত্তর: পশ্চিমবঙ্গের আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ 1969 সালে বিলুপ্ত হয়।
7. রাজ্য আইনসভার অস্থায়ী কক্ষ কোনটি?
উত্তর: রাজ্য আইনসভার অস্থায়ী কক্ষ হল বিধানসভা।
8. বিধানসভার সদস্য কিভাবে নির্বাচিত হয়?
উত্তর: বিধানসভার সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হয়।
9. বিধানসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
উত্তর: সাধারণত বিধানসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর।
10. বিধানসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: বিধানসভার সদস্য হওয়ার নূন্যতম বয়স 25 বছর।
11. সাধারণত বিধানসভার সদস্য সংখ্যা কত হবে?
উত্তর: বিধানসভার সর্বাধিক 500 জন ও সর্বনিম্ন 60 জন সদস্য হতে হয়।
12. পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উত্তর: পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা 294 জন।
13. পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: পশ্চিমবঙ্গের বিধানসভার মোট সদস্য সংখ্যা 295 জন (294 জন নির্বাচিত ও একজন ইঙ্গ-ভারতীয় সদস্য রাজ্যপাল কর্তৃক মনোনীত হতে পারে)।
14. বছরে বিধানসভার অধিবেশন কয়বার হয়?
উত্তর: বছরে বিধানসভার অধিবেশন 2 বার হয়।
15. বিধানসভার নেতা বা নেত্রী কে?
উত্তর: মুখ্যমন্ত্রী হলেন বিধানসভার নেতা বা নেত্রী।
16. রাজ্য মন্ত্রিসভা কোথায় দায়বদ্ধ থাকে?
উত্তর: রাজ্য মন্ত্রিসভা বিধানসভায় দায়বদ্ধ থাকে।