ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ 50 টি প্রশ্ন উত্তর, Indian History -1

ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ 50 টি প্রশ্ন উত্তর, Indian History -1 , Geopedia  Information
Indian History
 

1. কে হিন্দু মেলার প্রবর্তন করেন?

উত্তরহিন্দুমেলার প্রবর্তন করেন নবগোপাল মিত্র
 

2. কত সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল?

উত্তর261 সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল।
 

3. কোন সুলতান 'ইকতা' ব্যবস্থা প্রচলন করেন?

উত্তরসুলতান ইলতুৎমিস 'ইকতা' ব্যবস্থা প্রচলন করেন।
 

4. কোন সালে রাওলাট অ্যাক্ট পাস হয়?

উত্তর1919 সালে রাওলাট অ্যাক্ট পাস হয়
 

5. কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়?

উত্তরনানা ফড়নবিশকে ভারতের মেকিয়াভেলি বলা হয়
 

6. পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল?

উত্তরগান্ধীজী এবং আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল
 

7. ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন?

উত্তরশেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়
 

8. লোকমাতা নামে কে পরিচিত ছিলেন?

উত্তররানী রাসমণি লোকমাতা নামে পরিচিত ছিলেন
 

9. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়
 

10. হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন?

উত্তরসুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেসের অধিবেশনের সভাপতি নির্বাচিত হন
 

11. ওয়াহাবি শব্দের অর্থ কি?

উত্তরওয়াহাবি শব্দের অর্থ হয় নবজাগরণ
 

12. কে নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেন?

উত্তরমাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন
 

13. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?

উত্তরসিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে
 

14. রাজতরঙ্গিনী কে রচনা করেন?

উত্তরকলহন রাজতরঙ্গিনী রচনা করেন
 

15. তানসেনের আসল নাম কি ছিল?

উত্তরতানসেনের আসল নাম ছিল রামতনু পান্ডে
 

16. মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন?

উত্তরমহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়
 

17. প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?

উত্তরঅজাতশত্রুর রাজত্বকালে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়
 

18. কাদেরকে নর্ডিক বলা হত?

উত্তরআর্যদের নর্ডিক বলা হত
 

19. ত্রিপিটক কোন ভাষায় রচিত?

উত্তরত্রিপিটক পালি ভাষায় রচিত
 

20. কোথায় কনিষ্কের রাজধানী ছিল?

উত্তরপুরুষপুরে কনিষ্কের রাজধানী ছিল
 
   আরও দেখুন:
Competitive Exam Mock Test
Number of questions (MCQ) – 10    Language – Bengali
 
 1.  For Gk Mock Test - Click Here
 
 2.   For History Mock Test - Click Here
 
 3.   For Geography Mock Test- Click Here
 
 4.   For Polity Mock Test - Click Here

21. গীতগোবিন্দ কে রচনা করেন?

উত্তরকবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেন
 

22. কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?

উত্তরকুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন
 

23. কে শের--পাঞ্জাব নামে পরিচিত ছিলেন?

উত্তরলাল লাজপৎ রায় শের--পাঞ্জাব নামে পরিচিত ছিলেন
 

24. অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?

উত্তরঅমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজ রণজিৎ সিংহের মধ্যে
 

25. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?

উত্তরজাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত 
 

26. কে 'আকবরনামা' রচনা করেন?

উত্তরআবুল ফজল 'আকবরনামা' রচনা করেন
 

27. চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরকৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী
 

28. কে কাবুলিয়ৎ পাট্টা প্রবর্তন করেন?

উত্তরশেরশাহ কাবুলিয়ৎ পাট্টা প্রবর্তন করেন
 

29. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

উত্তরমারাঠা আহমেদ শা আবদালির মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল
 

30. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তরওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল
 

31. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরগোপাল হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা
 

32. কে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন?

উত্তরসীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আবদুল গফফর খান
 

33. আলবেরুনী কবে ভারতে আসেন?

উত্তরসুলতান মামুদের ভারত আক্রমণকালে আলবেরুনি ভারতে আসেন
 

34. কে জিজিয়া কর প্রবর্তন করেন?

উত্তরফিরোজ তুঘলক জিজিয়া কর প্রবর্তন করেন
 

35. কে শকারি উপাধি গ্রহণ করেন?

উত্তরদ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি উপাধি গ্রহণ করেন
 

36. কোন ভারতীয় রাজা সেলুকাসকে পরাজিত করেছিলেন?

উত্তরচন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করেছিলেন
 

37. কোন সালে ঔরঙ্গজেবের এর মৃত্যু হয়?

উত্তর1707 সালে ওরঙ্গজেবের মৃত্যু হয়
 

38. কে 'চিরস্থায়ী বন্দোবস্ত' এর প্রবর্তন করেন?

উত্তরলর্ড কর্নওয়ালিস 'চিরস্থায়ী বন্দোবস্ত' এর প্রবর্তন করেন
 

39. অতীশ দীপঙ্কর কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন?

উত্তরঅতীশ দীপঙ্কর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন
 

40. কোন সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল?

উত্তর1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল
 
    আরও পড়ুন:
  1. ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর - Click Here
 
  2. ভারতের ইতিহাস SAQ প্রশ্ন উত্তর - Click Here
 
  3. ভূগোলের SAQ প্রশ্ন উত্তর - Click Here
 
  4. পঞ্চায়েতী রাজ প্রশ্ন উত্তর - Click Here

41. কে মনসবদারি প্রথা প্রবর্তন করেন?

উত্তরসম্রাট আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেন
 

42. কে বারদৌলি সত্যাগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?

উত্তরসর্দার বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন
 

43. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন?

উত্তরব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ভারতবর্ষে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন
 

44. সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন?

উত্তরসিধু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন
 

45. কে ইন্ডিপেন্ডেন্ট লীগ প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তরমোতিলাল নেহেরু ইন্ডিপেন্ডেন্ট লীগ প্রতিষ্ঠা করেছিলেন
 

46. কাকে 'কবিরাজ' উপাধি দেওয়া হয়েছিল?

উত্তরসমুদ্রগুপ্তকে 'কবিরাজ' উপাধি দেওয়া হয়েছিল
 

47. প্রথম কোন ভারতীয় কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছিলেন?

উত্তরদেশবন্ধু চিত্তরঞ্জন দাশ প্রথম ভারতীয় যিনি কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছিলেন
 

48. ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন?

উত্তরব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন দাদাভাই নওরোজি
 

49. গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?

উত্তরডঃ রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি
 

50. কে শকাব্দ প্রচলন করেন?

উত্তরকনিষ্ক শকাব্দ প্রচলন করেন

Theme images by chuwy. Powered by Blogger.