পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর Set-1

পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর  Set-1
পরিবেশ বিদ্যার MCQ
1. ভোপাল দুর্ঘটনায় নির্গত গ্যাস ছিল-
A. ইথাইল         B. মিথাইল
C. ফিনাইল       D. নাইট্রোজেন
 
2. ওজন গ্যাসের রং হয় -
A. লাল          B. সবুজ
C. নীল           D. হলুদ
 
3. তাজমহলের উজ্জ্বলতা নষ্ট হয় বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে-
A. ক্লোরিন
B. হাইড্রোজেন
C. কার্বন ডাই অক্সাইড
D. সালফার ডাই অক্সাইড
 
4. সুন্দরবনে কোন ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়-
A. চিরসবুজ         B. পাতাঝরা
C. ম্যানগ্রোভ        D. সরলবর্গীয়
 
5. মিনামাটা রোগের জন্য দায়ী ছিল-
A. লোহা         B. ক্যাডমিয়াম
C. পারদ         D. সীসা
 
6. সর্দি কাশি সারাতে ওষুধের উৎসব হয়-
A. নিম        B. তুলসি
C. বট         D. অশ্বগন্ধা
 
7. সামুদ্রিক জাতীয় উদ্যানটি হয়-
A. চিলিকা         B. প্যাংগং
C. মান্নার          D. লোকটাক
 
8. রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা Red Data Book প্রকাশ করে-
A. UNO              B. IUCN
C. UNESCO       D. UNICEF
 
9. তেহরি বাঁধ ভারতের কোন রাজ্যে নির্মিত হয়েছে-
A. পাঞ্জাব          B. উত্তর প্রদেশ
C. উত্তরাখণ্ড     D. অরুণাচল প্রদেশ
 
10. অম্ল বৃষ্টিতে জলের ph মান হয় -
A. 6      B. 7এর কম
C. 7      D. 7 এর বেশি
 
11. নিম্নলিখিত কোনটি ভারতের স্বাদু জলের জলাভূমি-
A. চিল্কা হ্রদ         B. লোকটাক হ্রদ
C. সম্বর হ্রদ         D. পুলিকট হ্রদ
 
12. কার্বন ডাই অক্সাইড এর প্রধান উৎস হয়-
A. কাঠের দহন          B. অরণ্যচ্ছেদন
C. জলাভূমির হ্রাস     D. জীবাশ্ম জ্বালানি দহন
 
13. কোন বছর মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয়-
A. 1982       B. 1985
C. 1987       D. 1992
 
14. উদ্ভিদের একটি ম্যাক্রো পুষ্টি মৌল হল-
A. নাইট্রোজেন      B. তামা
C. লোহা              D. আয়োডিন
 
15. সাদা কয়লা বলা হয় কোনটিকে-
A. তাপবিদ্যুৎ               B. জলবিদ্যুৎ
C. পারমাণবিক বিদ্যুৎ   D. পেট্রোলিয়াম
 
16. কোন নদীর জলবন্টন নিয়ে কর্ণাটক তামিলনাড়ু মধ্যে বিবাদ চলছে-
A. গোদাবরী        B. কৃষ্ণা
C. কাবেরী           D. নর্মদা
 
17. জীবের শ্বসনে কোন গ্যাস কাজে লাগে-
A. নাইট্রোজেন      B. অক্সিজেন
C. হাইড্রোজেন      D. কার্বন-ডাই-অক্সাইড
 
18. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি-
A. মঙ্গল            B. বুধ
C. বৃহস্পতি       D. শুক্র
 
19. ভূগর্ভস্থ জলের দূষণের জন্য দায়ী ধাতু হয়-
A. লোহা         B. অ্যালুমিনিয়াম
C. আর্সেনিক   D. সিসা
 
20. নিম্নলিখিত কোনটি রামসার সাইটের অন্তর্ভুক্ত হয়েছে-
A. ফারাক্কা বাঁধের জলাশয়
B. মহানদীর বদ্বীপ
C. নর্মদা নদী
D. পূর্ব কলকাতা জলাভূমি 
Theme images by chuwy. Powered by Blogger.