জাহাঙ্গীর কিভাবে সিংহাসনে বসেন?উত্তর: জাহাঙ্গীরের জ্যেষ্ঠপুত্র খসরু পিতামহ আকবরের বিশেষ স্নেহভাজন ছিলেন। আকবরের মৃত্যুশয্যায় রাজা মানসিংহ, শশুর খান-ই-আজম আজিজ কোকা প্রভৃতির পরামর্শে জাহাঙ্গীরের পরিবর্তে তাঁর বড়ো ছেলে খাসরুকে সিংহাসনে বসবার চক্রান্ত হয়। খাসরুও আশা করেছিলেন যে পিতামহ তাকে তাঁর উত্তরাধিকারী মনোনীত করবেন।1599 খ্রিস্টাব্দে সেলিম অর্থাৎ জাহাঙ্গীর আকবরে বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হলে তাঁর জ্যেষ্ঠপুত্র সেলিম 'নূরউদ্দিন মুহম্মদ জাহাঙ্গীর বাদশাহ' গাজী উপাধি নিয়ে 36 বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন।