আকবরের আমলে সাহিত্য, শিল্প সংস্কৃতি ও স্থাপত্য কেমন ছিল? (Akbar period literature, art, culture & architecture)

আকবরের আমলে সাহিত্য, শিল্প সংস্কৃতি স্থাপত্য:
শিল্প সাহিত্যের প্রতি আকবরের অনুরাগ ছিল আন্তরিক।
 
সাহিত্য: আকবর একটি অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করেন এবং অনেকগুলি বই অনুবাদ করা হয়। অর্থবেদ ফার্সিতে অনুবাদ করেন ইব্রাহিম, সিরহিন্দ শেখ সুলতান তিনজন মিলে।  পরবর্তীকালে মহাভারত, রামায়ণ, গীতা, পঞ্চতন্ত্র, কোরান ভূগোল গ্রন্থগুলি অনুবাদ করা হয়। রামায়ণ অনুবাদ করেন বদায়ুনি পঞ্চতন্ত্র অনুবাদ করেন আবুলফজল। 'আইন--আকবরী' 'আকবরনামা' রচনা করেন আবুলফজল।
 
শিল্প-সংস্কৃতি: হিন্দুস্থানী সঙ্গীতের শ্রেষ্ঠ গায়ক তানসেন তাঁর সভা অলংকৃত করেছিলেন। তাঁর চিত্রশালায় পারসিক, তুর্কি হিন্দু শিল্পীরা একসঙ্গে কাজ করতেন। ফলে সে সময়ে ভারতে দেশীয় বিদেশীয় চিত্ররীতির অপূর্ব সমন্বয় ঘটেছিল। দাসোয়ান্ত এবং বাসোয়ান ছিলেন সময়ের খ্যাতনামা দুই শিল্পী।
 
স্থাপত্য: আকবর দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেন। 'ফতেপুর সিক্রি' 'বুলন্দ দরওয়াজা' তাঁর আমলে নির্মিত হয়। তিনি যোধাবাঈ রাজপ্রাসাদ, দেওয়ানি খাস, সেকেন্দ্রায় নিজের সমাধি, বীরবলের বাড়ি এলাহাবাদ দুর্গ নির্মাণ করেন।
Theme images by chuwy. Powered by Blogger.