ভারতীয় রাজনীতি SAQ প্রশ্ন উত্তর

ভারতীয় রাজনীতি SAQ প্রশ্ন উত্তর,Indian Polity SAQ in Bengali

ভারতীয় রাজনীতি প্রশ্ন উত্তর

 Indian Polity SAQ in Bengali

1. রাষ্ট্রপতি কাদের নিয়োগ করেন?

উত্তর: শাসন বিভাগের প্রধান হিসেবে ভারতের রাষ্ট্রপতি যেসকল গুরুত্বপূর্ণ  সদস্যদের নিয়োগ করেন, তারা হলেন অঙ্গরাজ্যের রাজ্যপাল, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিগণ, নির্বাচন কমিশন অর্থ কমিশনের সদস্যগণ অ্যাটর্নি জেনারেল প্রভৃতি।
 

2. প্রধানমন্ত্রীর কার্যালয় কীভাবে গঠিত হয়?

উত্তর: ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় 1 জন প্রধান সচিব, 1 জন অতিরিক্ত সচিব, 3 জন যুগ্ম সচিব 4 জন আধিকারিক নিয়ে গঠিত হয়। এছাড়াও বহুসংখ্যক দ্বিতীয়, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিযুক্ত থাকেন।
 

3. রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান?

উত্তর: সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি অথবা তাঁর অনুপস্থিতিতে প্রবীণতম বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান।
 

4. কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়?

উত্তর: 1 জন প্রধান বিচারপতি 30 জন সহকারী বিচারপতি সহ সর্বমোট 31 জন বিচারপতিকে নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্ট গঠিত হয়।
 

5. জেলাশাসকের প্রধান দুটি কাজ উল্লেখ করো?

উত্তর: জেলাশাসকের উল্লেখযোগ্য দুটি কাজ হল
1. জেলার উচ্চপদস্থ সরকারি অফিসারদের কাজকর্ম তত্ত্বাবধান করা।
2. জেলার আইনশৃঙ্খলা রক্ষা করা।
 

6. সুপ্রিম কোর্টের লেখ জারির এলাকা কী?

উত্তর: সংবিধানের 32 নং ধারা অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার রক্ষাকর্তা হিসেবে চিহ্নিত সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার গুলি ক্ষুন্ন হলে তার প্রতিকারের জন্য যে এলাকায় বিভিন্ন লেখ জারি করে, তাকে সুপ্রিম কোর্টের লেখ জারি এলাকা বলা হয়।
 

7. কিচেন কেবিনেট কাকে বলে?

উত্তর: কেবিনেটের মধ্যে প্রধানমন্ত্রী তাঁর একান্ত অনুগত দু-তিনজন গুরুত্বপূর্ণ কেবিনেট মন্ত্রীকে নিয়ে যে ছোটো কেবিনেট গড়ে তোলা হয় এবং যাদের সঙ্গে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠতা বজায় রাখেন যাদের পরামর্শকে তিনি গুরুত্ব দেন, তাকে কিচেন কেবিনেট বলে।
 

8. গ্রাম সংসদের প্রধান কাজ কী?

উত্তর: কোন কোন প্রকল্প গ্রামের সার্বিক উন্নতির জন্য অগ্রাধিকার পাবে  তা নির্ধারণ বা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় নীতি নির্ধারণ করা গ্রাম সংসদের প্রধান কাজ।
 

9. রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝায়?

উত্তর: রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে এক বিশেষ ক্ষমতাকে বোঝায়, যা প্রয়োগ করার জন্য তিনি মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন এবং যে ক্ষমতা প্রয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায় না।
 

10. রাজ্যপালের দুটি স্বেচ্ছাধীন ক্ষমতার উদাহরণ দাও?

উত্তর: রাজ্যপালের দুটি স্বেচ্ছাধীন ক্ষমতা হল
1. রাজ্যের শাসনতান্ত্রিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠানো।
2. সংশ্লিষ্ট রাজ্যের নিকটবর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হিসেবে কাজ করা।
 

11. ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী?

উত্তর: উপরাষ্ট্রপতির প্রধান কাজ হল রাজ্যসভায় সভাপতিত্ব করা (সংবিধানের 64 নং ধারা অনুসারে)
 

12. -পরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর: কর্পোরেশনের মেয়র, একজন ডেপুটি মেয়র এবং অনধিক 10 জন নির্বাচিত সদস্যকে নিয়ে -পরিষদ মেয়র গঠিত হয়।
 

13. পঞ্চায়েত সমিতির কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর: পঞ্চায়েত সমিতির সদস্য হলেন
1. ব্লকের অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত সর্বাধিক তিনজন সদস্য।
2. ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ।
3. ব্লকের অন্তর্গত জেলা পরিষদের সদস্যগণ।
4. মন্ত্রী বাদে বিধানসভার নির্বাচিত সদস্যগণ।
5. মন্ত্রী বাদে লোকসভার নির্বাচিত সদস্যগণ।
6. মন্ত্রী বাদে রাজ্যসভার সদস্যগণ।
 

14. বরো কমিটি কিভাবে গঠিত হয়?

উত্তর: 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় বরো কমিটি গঠন করা হয়। পৌরসভার নির্বাচনের পর ওয়ার্ড গুলিকে 5 টি বরোতে ভাগ করা হয়। প্রতি বরো কমিটিতে ওয়ার্ডের কাউন্সিলাররা থাকেন এবং কাউন্সিলরদের মধ্যে থেকে একজনকে বরো কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়।
 

15. আমলা কাদের বলা হয়?

উত্তর: প্রশাসনিক কাজে নিযুক্ত অরাজনৈতিক স্থায়ী কর্মচারী বা প্রশাসক যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন, এই শাসনবিভাগের  প্রশাসকদের রাষ্ট্রকৃত্যক বা আমলা বলা হয়।
 
আরও পড়ুন:
  1. ভারতের আইন বিভাগ প্রশ্ন উত্তর - CLICK HERE
 
  2. ভারতের বিচার বিভাগ প্রশ্ন উত্তর- CLICK HERE
 
  3. পঞ্চায়েতী রাজ প্রশ্ন উত্তর - CLICK HERE
 
 

16. বিচার বিভাগের স্বাধীনতার দুটি শর্ত উল্লেখ করো?

উত্তর: বিচার বিভাগের স্বাধীনতার দুটি উল্লেখযোগ্য শর্ত হল
1. বিচার বিভাগকে আইন বিভাগ শাসন বিভাগ থেকে স্বতন্ত্র রাখা।
2. বিচারকদের কার্যকাল সুনিশ্চিত করা।
 

17. গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান দুটি উৎস কী কী?

উত্তর: গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান দুটি উৎস হল
1. পঞ্চায়েত এলাকায় বিভিন্ন কর বা শুল্ক বাবদ অর্জিত অর্থ।
2. কেন্দ্র রাজ্য সরকার প্রদত্ত আর্থিক অনুদান, সাহায্য এবং ঋণ।
 

18. আইনসভার সার্বভৌমত্ব কাকে বলে?

উত্তর: আইন প্রণয়ন, সংশোধন বাতিল করার ক্ষেত্রে আইনসভা যেসব ক্ষমতা ভোগ করে, তাকে আইনসভার সার্বভৌমত্ব বলা হয়।
 

19. ্যায় পঞ্চায়েত কী?

উত্তর: ্যায় পঞ্চায়েত হল গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত 5 জন সদস্যকে নিয়ে গঠিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা। গ্রাম স্তরে ছোটখাটো দেওয়ানি ফৌজদারি মামলা গুলি নিষ্পত্তির জন্য ন্যায় পঞ্চায়েত গঠন করা হয়।
 

20. বন্দী প্রত্যক্ষীকরণ কী?

উত্তর: বন্দিকে সশরীরে আদালতে হাজির করানোকে বন্দী প্রত্যক্ষীকরণ বলা হয়।
 

21. লোক আদালত গঠনের মূল দুটি উদ্দেশ্য কী কী?

উত্তর: লোক আদালত গঠনের দুটি মূল উদ্দেশ্য উল্লেখ হল
1. স্বল্প খরচে বা বিনা খরচে নাগরিকদের কাছে ন্যায় বিচারকে পৌঁছে দেওয়া।
2. ভারতের বিভিন্ন আদালতগুলির ওপর থেকে অস্বাভাবিক চাপ কমানো।
 

22. ক্রেতা আদালত গঠনের উদ্দেশ্য কী?

উত্তর: ক্রেতা যেন ্যায্য দামে সঠিক জিনিস কিনতে পারে সেটাই হল ক্রেতা আদালত গঠনের উদ্দেশ্য।
 

23. সংখ্যালঘু সরকার কাকে বলে?

উত্তর: পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও কোন দল বা জোট সরকার গঠন করলে, সেই সরকারকে সংখ্যালঘু সরকার বলা হয়।
 

24. জেলা পরিষদের একটি কাজ উল্লেখ করো?

উত্তর: জেলা পরিষদের একটি কাজ হল রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন রাস্তাঘাট, খাল, সেতু ইত্যাদি পরিচালনা নিয়ন্ত্রণ করা।
 

25. পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কোন আইনের মাধ্যমে চালু হয়?

উত্তর: 1973 খ্রিস্টাব্দের পঞ্চায়েত আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়।
 

26. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হন?

উত্তর: সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতির সঙ্গে প্রয়োজন অনুসারে পরামর্শ করে রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন।
 

27. পৌরসভার চেয়ারম্যান কীভাবে নির্বাচিত হন?

উত্তর: পৌরসভার নির্বাচিত সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান এবং অপর একজনকে ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন।
 

28. জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো?

উত্তর: জেলা পরিষদ দুটি স্থায়ী কমিটি হল
1. পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি।
2. উন্নয়ন পরিকল্পনার সংক্রান্ত স্থায়ী কমিটি।
 

29. বিচারবিভাগীয় পর্যালোচনা কী?

উত্তর: আইনসভা কর্তৃক প্রণীত আইন বা শাসন বিভাগের অর্ডিন্যান্স অর্থাৎ আদেশ-নির্দেশ যদি সংবিধান বিরোধী হয় তবে বিচার বিভাগ তা বাতিল করে দিতে পারে। সুপ্রিম কোর্টের এই ক্ষমতাকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলা হয়।
 

30. কোন কোন ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিমকোর্টের থেকে বেশি ক্ষমতাশালী হয়?

উত্তর: হাইকোর্ট যে সকল ক্ষেত্রে সুপ্রিমকোর্টের থেকে অধিক ক্ষমতাশালী সেগুলি হল
1. নাগরিকের মৌলিক অধিকার ব্যতীত অন্য যে-কোন উদ্দেশ্যে হাইকোর্ট লেখ জারি করতে পারে। এই ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই।
2. জরুরি অবস্থা তেও হাইকোর্টের 'বন্দী প্রত্যক্ষীকরণ' ইত্যাদি লেখ জারির অধিকারকে সাময়িকভাবেও খর্ব করা যায় না।
 
আরও দেখুন:
 
ভারতীয় রাজনীতির প্রশ্ন-উত্তর মক টেস্ট
Number of questions (MCQ) – 10    Language – Bengali
 
1.  For Start Mock Test - CLICK HERE
 
2.   For Start Mock Test - CLICK HERE
 
3.   For Start Mock Test - CLICK HERE
 
4.   For Start Mock Test - CLICK HERE
 
 

31. রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দিতে পারেন?

উত্তর: রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভা লোকসভার নির্বাচিত সদস্যরা এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যের ভোট দিতে পারেন।
 

32. নামসর্বস্ব শাসক কাকে বলে?

উত্তর: যে শাসন ব্যবস্থায় সংবিধান অনুযায়ী একজন শাসকের হাতে যাবতীয় ক্ষমতা থাকলেও প্রকৃত ক্ষমতা ভোগ করেন অন্য একজন শাসক, তাকে নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব শাসক বলা হয়।
যেমন- ভারতের রাষ্ট্রপতি হলেন একজন নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব শাসক।
 

33. প্রকৃত শাসক কাকে বলে?

উত্তর: যে শাসন ব্যবস্থায় সংবিধান অনুযায়ী একজন শাসকের হাতে যাবতীয় ক্ষমতা থাকলেও রাষ্ট্রপরিচালনার যাবতীয় কাজ অন্য একজন শাসক করে থাকেন, তাকে প্রকৃত শাসক বলা হয়।
যেমন- ভারতের প্রধানমন্ত্রী হলেন একজন প্রকৃত শাসক।
 

34. ভারতের প্রধানমন্ত্রী কীভাবে নিযুক্ত হন?

উত্তর: লোকসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, রাষ্ট্রপতি সেই দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন।
 

35. পকেট ভেটো কী?

উত্তর: সংসদের উভয় কক্ষের পাস হওয়া কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি বা অসম্মতি জ্ঞাপন না করে এবং বিলটি সংসদে ফেরত না পাঠিয়ে বিলটি ফাইলবন্দি অবস্থায় আটকে রাখতে পারেন, একে রাষ্ট্রপতির পকেট ভিটো বলে।
 

36. পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন কটি ভাগে বিভক্ত?

উত্তর: পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন দু'ভাগে বিভক্ত
1. পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা।
2. গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা।
 

37. সুপ্রিমকোর্টের কার্যক্ষমতা কটি এলাকায় বিভক্ত?

উত্তর: সুপ্রিমকোর্টের কার্যক্ষমতা 4 টি এলাকায় বিভক্ত। যথা
1. মূল এলাকা।
2. আপিল এলাকা।
3. পরামর্শদান এলাকা।
4. নির্দেশ আদেশদান এলাকা।
 

38. স্থায়ী প্রশাসক কাকে বলে?

উত্তর: রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক কর্মচারী বা আমলাদের স্থায়ী প্রশাসক বলা হয়।
 

39. অস্থায়ী প্রশাসক কাকে বলে?

উত্তর: রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য যে সমস্ত  রাজনৈতিক ব্যক্তি  জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাদের অস্থায়ী প্রশাসক বলে।
 

40. প্রশাসনিক আদালত কাকে বলে?

উত্তর: কোন সরকারি কর্মচারী, স্থানীয় সংস্থার কর্মচারীবৃন্দের চাকরি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির  উদ্দেশ্যে ভারতীয় পার্লামেন্ট আইন প্রণয়ন করে যে আদালত গঠন করে, তাকে প্রশাসনিক আদালত বলা হয়।
 
Theme images by chuwy. Powered by Blogger.