ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর -3

ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ 50 টি প্রশ্ন উত্তর:
ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর
 

ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ 50 টি প্রশ্ন উত্তর:

1. বাংলার প্রথম জাতীয় রাজা কাকে বলা হয়?

উত্তরশশাঙ্ককে বাংলার প্রথম জাতীয় রাজা বলা হয়
 

2. সন্ন্যাসী বিদ্রোহের কথা কোন উপন্যাসে রয়েছে?

উত্তরসন্ন্যাসী বিদ্রোহের কথা আনন্দমঠ উপন্যাসে রয়েছে
 

3. জাতকের গল্পগুলি কোন ভাষায় লেখা?

উত্তরজাতকের গল্পগুলি পালি ভাষায় লেখা
 

4. কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর1780 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল
 

5. কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?

উত্তরলর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন
 

6. রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল
 

7. বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন
 

8. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তররাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন
 

9. শিবাজীর কবে রাজ্যভিষেক হয়েছিল?

উত্তর1674 খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয়েছিল
 

10. কোথায় শেরশাহের সমাধি দেওয়া হয়েছিল?

উত্তরবিহারের সাসারামে শেরশাহের সমাধি দেওয়া হয়েছিল
 

11. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তরবহুলুল লোদী ছিলেন লোদী বংশের প্রতিষ্ঠাতা
 

12. ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন?

উত্তরইউপর্ন বতুতা মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতে আসেন
 

13. কে কুতুবমিনার নির্মাণ সম্পূর্ণ করেন?

উত্তরইলতুৎমিস কুতুবমিনার নির্মাণ সম্পূর্ণ করেন
 

14. সূর্য মন্দির কোথায় রয়েছে?

উত্তরসূর্য মন্দির কোনারকে রয়েছে
 

15. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?

উত্তর1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়েছিল
 

16. সাঁচী স্তুপ কে নির্মাণ করেন?

উত্তরসম্রাট অশোক সাঁচী স্তুপ নির্মাণ করেন
 

17. সেলুকাস কার কাছে পরাজিত হয়েছিলেন?

উত্তরসেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হয়েছিলেন
 

18. কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছেন?

উত্তরদয়ারাম সাহানি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছেন
 

19. কাকে বিন্ধ অধিপতি বলা হয়?

উত্তরগৌতমীপুত্র সাতকর্ণীকে বিন্ধ অধিপতি বলা হয়
 

20. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

উত্তরবাবর এবং রানা সঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল
 
    আরও পড়ুন:
  1. ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর - Click Here
 
  2. ভারতের ইতিহাস SAQ প্রশ্ন উত্তর - Click Here
 
  3. ভূগোলের SAQ প্রশ্ন উত্তর - Click Here
 
  4. পঞ্চায়েতী রাজ প্রশ্ন উত্তর - Click Here

21. কনিষ্কের রাজধানী কোথায় ছিল?

উত্তরকনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর
 

22. জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়
 

23. সিকন্দর--সানি কাকে বলা হত?

উত্তরআলাউদ্দিন খলজীকে সিকন্দর--সানি বলা হত
 

24. পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেন?

উত্তরউদয়িনি পাটলিপুত্র প্রতিষ্ঠা করেন
 

25. এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কথা বর্ণনা করা হয়েছে?

উত্তরএলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কথা বর্ণনা করা হয়েছে
 

26. কোন বিদেশী দূত প্রথম ভারতে এসেছিলেন?

উত্তরবিদেশি দূত মেগাস্থিনিস প্রথম ভারতে এসেছিলেন
 

27. আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?

উত্তরআলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন
 

28. কে অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছেন?

উত্তরজেমস প্রিন্সেপ অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছেন
 

29. কুনিক কার উপাধি ছিল?

উত্তরঅজাতশত্রুর উপাধি ছিল কুনিক
 

30. কোন যুগে গান্ধার শিল্প বিকাশ লাভ করেছিল?

উত্তরকুষাণ যুগে গান্ধার শিল্প বিকাশ লাভ করেছিল
 

31. ঔরঙ্গজেবের উপাধি কি ছিল?

উত্তরঔরঙ্গজেবের উপাধি ছিল আলমগীরী বাদশাহ
 

32. স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঅশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন
 

33. ভাস্কো-দা-গামা প্রথম ভারতের কোন বন্দরে এসেছিলেন?

উত্তরভাস্কো-দা-গামা প্রথম ভারতের  কালিকট বন্দরে এসেছিলেন
 

34. কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন?

উত্তররবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন
 

35. স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন?

উত্তরচিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টির সভাপতি ছিলেন
 

36. "আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে"- উদ্ধৃতিটির প্রবক্তা কে?

উত্তরউদ্ধৃতিটির প্রবক্তা হলেন গোপালকৃষ্ণ গোখলে
 

37. আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন?

উত্তরটোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী
 

38. ভারতছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরভারতছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল
 

39. বিপ্লবী যতীন দাস কিভাবে মারা গিয়েছিল?

উত্তরবিপ্লবী যতীন দাস অনশন করতে গিয়ে জেলে মারা গেছেন
 

40. রাওলাট অ্যাক্ট পাস করার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

উত্তররাওলাট অ্যাক্ট পাস করার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড
 
   আরও দেখুন:
Competitive Exam Mock Test
Number of questions (MCQ) – 10    Language – Bengali
 
 1.  For Gk Mock Test - Click Here
 
 2.   For History Mock Test - Click Here
 
 3.   For Geography Mock Test- Click Here
 
 4.   For Polity Mock Test - Click Here

41. লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তরভারতীয় জাতীয় কংগ্রেস মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল
 

42. ইন্ডিয়া উইনস ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে?

উত্তরইন্ডিয়া উইনস ফ্রিডম গ্রন্থটির রচয়িতা হলেন মৌলানা আবুল কালাম আজাদ
 

43. সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন?

উত্তরব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন
 

44. ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর1876 সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয়
 

45. কে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন?

উত্তরমঙ্গল পান্ডে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন
 

46. তেভাগা আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল?

উত্তরতেভাগা আন্দোলনের মূল কেন্দ্র ছিল দিনাজপুর
 

47. স্যার টমাস রো কোন সম্রাটের রাজদরবারে আসেন?

উত্তরস্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে আছেন
 

48. জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন?

উত্তরমহাবীর ছিলেন জৈনদের শেষ তীর্থঙ্কর
 

49. The Light of Asia- কাকে বলা হয়?

উত্তরভগবান বুদ্ধকে The Light of Asia বলা হয়
 

50. চতুর্থ বৌদ্ধসম্মেলনে কে সভাপতি ছিলেন?

উত্তর:বসুমিত্র চতুর্থ বৌদ্ধসম্মেলনে সভাপতি ছিলেন
 

Theme images by chuwy. Powered by Blogger.