আকবর কেন ইবাদতখানা প্রতিষ্ঠা করেন ? (Ibadat Khana)

ইবাদতখানা-ফতেপুর সিক্রি:

1575 খ্রিস্টাব্দে সম্রাট আকবর ধর্ম বিষয়ে আলোচনার জন্য ফতেপুর সিক্রিতে ইবাদতখানা স্থাপন করেন। বিভিন্ন ধর্মের জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে সম্রাট সেখানে ধর্ম আলোচনা করতেন।
 
এখানে হিন্দুধর্ম ব্যাখ্যা করেন পুরুষোত্তম দাস দেবী, জৈনধর্ম ব্যাখ্যা করেন হরিবিজয়সূরী এবং বিজয়সেনসূরী এবং জরাথুস্ট্র ধর্মমত ব্যাখ্যা করেন মহারাজজি রানা।
 
1579 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে মসজিদের ইমামকে সরিয়ে দিয়ে আকবর নিজে উপাসনা শুরু করেন এবং এক নির্দেশনামা জারি করে নিজেকে 'ঈমাম--আদিল' বা ইসলামিক আইনের চূড়ান্ত ব্যাখ্যাকার বলে ঘোষণা করেন। 1581-1582 খ্রিস্টাব্দে সম্রাট আকবর ইবাদতখানায় ধর্মীয় বিতর্ক বন্ধ করে দেন।
Theme images by chuwy. Powered by Blogger.