জাট ও সওয়ার কী? | What is Zat and Sawar?
জাট ও সওয়ার:
আকবরের মনসবদারি প্রথার দুটো অঙ্গ হল জাট ও সওয়ার। এই দুটি কথার প্রকৃত অর্থ নিয়ে গবেষকদের মত পার্থক্য রয়েছে।
জাট: জাট কথার অর্থ হল পদমর্যাদা এবং মনসবদারের অধীনস্থ অশ্বারোহী সেনার সূচক। অর্থাৎ জাট পদের ভিত্তিতে একজন মনসবদারের বেতন, মর্যাদা ও দায়িত্ব নির্দিষ্ট হত।
সওয়ার: সওয়ার কথার অর্থ হল একজন মনসবদার তাঁর অধীনে প্রকৃত যতজন সেনা পোষণ করতেন তার হিসাব। অর্থাৎ সওয়ার পদ দ্বারা মনসবদারদের অধীনস্থ অশ্বারোহী বাহিনীর সংখ্যা নির্দিষ্ট হত।
আকবরের মনসবদারি প্রথার দুটো অঙ্গ হল জাট ও সওয়ার। এই দুটি কথার প্রকৃত অর্থ নিয়ে গবেষকদের মত পার্থক্য রয়েছে।